Bengali fiction Story
Kundali Sakshi
ভূমিকা
এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শ্রাবন্তীপুর রাজ্যের যুবরাজ সূর্যবীর সিংহ ও তার দেহরক্ষী বসুধারা ।
সূর্যবীরের বিবাহের পূর্বে তার কুন্ডলিতে স্ত্রী মৃত্যুযোগ ধরা পড়ে আর সেই মৃত্যুযোগ খণ্ডাতে যুবরাজের বিবাহ হয় তার দেহরক্ষী বসুধারার সাথে । সেই নারী এক অনন্য গুণের অধিকারী । সে তিল তত্ত্ব গণনা দ্বারা কারোর ভাগ্য বিচার করতে পারে । এই তিল তত্ত্ব গণনা হলো কারোর দেহে তিলের অবস্থান দেখে সে তার ভবিষ্যত ভাগ্য গণনা করতে সক্ষম । এমন অনন্য গুণের অধিকারী নারী কি তার তিল তত্ত্ব গণনা দ্বারা তার স্বামী তথা শ্রাবন্তীপুরের যুবরাজের কুন্ডলি দোষের কোন প্রতিকার করতে পারবে! এটি উপন্যাসের প্রথম পর্ব তিল তত্ত্ব গণনা ।
কুন্ডলি সাক্ষী উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়তি নগরে দুর্গতি। এই পর্বে বসুধারা তার তিল তত্ত্ব গণনা দ্বারা সূর্যবীর সিংহের ভ্রাতা কনিষ্ঠ কুমার চন্দ্রবীর সিংহের কুন্ডলি বিচার করে তার জন্ম রহস্যের এক গোপন সত্য সমাধানরত হয়।
এই উপন্যাসের তৃতীয় পর্ব মহা চক্র বিদ্যা। যেই বসুধারা শ্রাবন্তীপুরের দুই রাজকুমারের কুন্ডলি রহস্য তিল তত্ত্ব গণনা দ্বারা সমাধানের চেষ্টারত সে তার নিজের জন্ম কুন্ডলি সত্য এই পর্বে এসে জানতে পারবে। তার সাথে পরিচিত হবে এক দেবী।
কে এই দেবী!
তার উত্তর আছে তিন পর্বে বিভক্ত এই উপন্যাস কুন্ডলি সাক্ষীতে ।
By
✒ পদ্মরাগ
.............
আরো বাংলা গল্প পড়তে হলে ফেসবুকে গল্পকথারা ( golpokothaara) পেজ লাইক ও ফলো করুন ।
If you want to read more Bengali Story then please follow the facebook page golpokothaara
Facebook Page Link :
https://m.facebook.com/golpokothaara/
........
Follow story.golpokothaara on Instagram ..
.........