এক ঘন্টা পরে, কুরো চাঁদ পেড়িয়ে গেল। সে তখন একেবারে একা। তার মঙ্গলের কথা মনে পড়ছিল, খুব মন খারাপ করছিল, কান্না পাচ্ছিল।
কুরোর নিষ্ক্রমণ যান মেঘ পেড়িয়ে এক গাছে গিয়ে আটকে গেল।
কুরো সেই বিশাল দুলতে থাকা ভীতিপ্রদ সবুজ জিনিসটা জানালা দিয়ে দেখল। তারপর,
একটা অজনা জন্তু বিচ্ছিরি শব্দ করে তাকে ভয় দেখিয়ে লাফিয়ে চলে গেল।
কাকাতুয়া হেসে বলে উঠল, "আমি ফবন। এটা আমার গাছ।"
কুরো অবাক, "এই গাছ তোমার।
ফবন মাথা ঝাঁকাল। "তুমি এখানকার লোক নও, তাই না?"
"না"। কুরো আকাশের দিকে দেখাল।
ফবন আকাশের দিকে তাকাল। "সে তো অনেক দূর। এখন তুমি অস্ট্রেলিয়াতে। কাকাতুয়ার ভাষা কি করে শিখলে?"
কুরো মুচকি হাসল। "তুমি যা ভাবছ আমি তা পড়তে পারি, আমি ভাবনায় উত্তরও দিতে পারি। মঙ্গলে আমরা এভাবে কথাবলাকে বলি নীরব-
ফবন ঘাড় নাড়ল, তারপর উড়ে।
- No wait, no problems
- Always Available Children's Titles
- Beginning Readers
- French Titles for Kids
- Indigenous Children's Books
- Rainbow Reads for Kids
- Popular titles
- See all ebooks collections